প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং দেশের সকল স্তরের উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণ। প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যারা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোণা কার্যালয়ে এসে থেরাপিউটিক চিকিৎসা সেবা নিতে পারে না তাদের নিকটে থেরাপিউটিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য ভ্রাম্যমান মোবাইল থেরাপি ভ্যান কাযর্ক্রম ইতোমধ্যেই হাতে নেওয়া হয়েছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সরকারি ভাবে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরনের সংখ্যা বাড়ানো। সকল উপজেলায় সেবা কেন্দ্রের কার্যালয় স্থাপন করা। সরকারের নির্বাচনী ইসতেহার -২০২৪ অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS