সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোণা কার্যালয় একটি সরকারী প্রতিষ্ঠান। এই জেলায় অত্র কার্যালয়ের কার্যক্রম শুরু হয় ০১/০১/২০১১ তারিখে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকারীভাবে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোণার কার্যাবলীঃ
১. বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সরকারিভাবে বিনামূল্যে ফিজিওথেরাপিউটিক সেবা প্রদান।
২. অটিজম আক্রান্ত শিশুর অভিবাবকদের সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা।
৩. বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ব্যক্তিবর্গের মধ্যে চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরণের সহায়ক উপকরণ বিনামূল্যে বিতরণ।
৪. অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিবর্গের মধ্যে এককালীন আর্থিক অনুদান প্রদান।
৫. চাকুরি মেলার মাধ্যমে শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরীর ব্যবস্থা গ্রহণ করা।
৬. প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ভ্রাম্যমাণ মোবাইল থেরাপি ভ্যান সার্ভিস কার্যক্রম।
৭. প্রতিবন্ধী জরিপ সংক্রান্ত কার্যক্রম।
৮. বিভিন্ন এনজিও যাঁরা প্রতিবন্ধিতা নিয়ে কাজ করে তাদেরকে সরকারিভাবে বিভিন্ন ধরণের সহায়তা প্রদান।
৯. সরকারি নিবন্ধনকৃত (জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত) এবং আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় গুলো মনিটরিং কার্যক্রম।
১০. এনডিডি (নিওরো ডেভেলাপমেন্টাল ডিজওর্ডার) কর্নার এর মাধ্যমে এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু/ব্যক্তিদের সরকারিভাবে বিনামূল্যে অকুপেশনাল থেরাপি ও স্পিচ্ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রদান এবং সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
১১. প্রতিবন্ধিতা সম্পর্কিত বিভিন্ন ধরণের জনসচেতনতামূলক কার্যাবলী গ্রহণ।
১২. যথাযথ কর্তৃপক্ষের আদেশে বিবিধ অন্যান্য কার্যাবলী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস