Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

এই কেন্দ্রে সরকারীভাবে বিনামূল্যে যেসব সেবা প্রদান করা হয়:

১.    অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অটিজম কর্ণারে নিয়মিত থেরাপি, রেফারেল ও কাউন্সেলিং সেবা প্রদান।

২.     বিনামূল্যে শারীরিক প্রতিবন্ধীদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান।

৩.    অকুপেশনাল থেরাপি প্রদান।

৪.     বাক প্রতিবন্ধীদের-স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি প্রদান।

৫.     শ্রবণ প্রতিবন্ধীদের শ্রবণমাত্রা নির্ণয়ের জন্য হিয়ারিং টেস্ট করা হয়।

৬.     দৃষ্টি প্রতিবন্ধীদের-দৃষ্টিমাত্রা নির্ণয়ের জন্য অপট্রোমেট্রিক টেস্ট করা হয়।

৭.     অভিভাবকদের নিয়মিত কাউন্সেলিং সেবা প্রদান করা হয়।

৮.     প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরণের সহায়ক উপকরণ (হুইল চেয়ার, ট্রাইসাইকেল, হিযারিং এইড ইত্যাদি) বিতরণ করা হয়।

৯.     কাউন্সেলিং সেবা প্রদান।

১০.    পূনর্বাসন সেবা প্রদান।

১১.    নিয়মিত গ্রুপ থেরাপীর মাধ্যমে সেবা প্রদান করা হয়।

১২.    ভ্রাম্যমান ওয়ানস্টপ মোবাইল থেরাপী ভ্যান সার্ভিসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে থেরাপী ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়।

     যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন : ০১৭১৮৭২৫০৮৬